নারদ মামলায় শীর্ষ আদালতে প্রবল চাপে সিবিআই। সুপ্রিম কোর্টের সাফ কথা, জামিন দিয়েই এই মামলার শুনানি হবে। আর হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে যখন শুনানি চলছে তখন শীর্ষ আদালতে কেন? ওই কথা শোনার পরই সিবিআই আইনজীবী তুষার মেহতা কিছুক্ষণ নেন। তার পরেই মামলা প্রত্যাহার করে নেন।
এদিন সওয়াল-জবাবে সিবিআইয়ের আইনজীবীদের রীতিমতো কঠিন প্রশ্নবাণের মুখে পড়তে হয়েছে শীর্ষ আদালতে।
ঠিক কী হল মঙ্গলবারের সওয়াল জবাবে?মঙ্গলবার বিচারপতি বিনীত শরণ এবং বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ এদিন সিবিআই (CBI) আইনজীবীদের জানিয়ে দেয়, এক্ষেত্রে অভিযুক্তদের ব্যক্তি স্বাধীনতা সবার আগে দেখা হবে। তাই আপনাদের উচিত এখনই মামলা প্রত্যাহার করে নেওয়া। পাল্টা সলিসিটর জেনারেল সওয়াল করার চেষ্টা করেন, এই অভিযুক্তরা প্রভাবশালী। খোদ মুখ্যমন্ত্রী ওঁদের জন্য ধরনা দিয়েছেন। রাজ্যের আইনমন্ত্রী আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু তাঁকে দুই বিচারপতির বেঞ্চ জবাব দেয়, অন্য কেউ যদি আইন হাতে তুলে নেয়, তার শাস্তি অভিযুক্তরা পেতে পারে না। এক্ষেত্রে অভিযুক্তদের ব্যক্তি স্বাধীনতাই বিচার্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন